বগুড়া: বগুড়ায় হরতালের পক্ষে ও বিপক্ষে পাল্টা-পাল্টি মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও যুবলীগ।
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা লাগাতার ৭২ ঘণ্টা হরতালের তৃতীয় দিনে বুধবার (৪ ফেব্রুয়ারি) এসব কর্মসূচি পালন করে তারা।
হরতালে কিছু মার্কেট ও অল্প কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সকাল থেকেই শহরের ভেতরে ও বাইরে রিকশা, অটোরিকশাসহ প্রায় সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে। আতঙ্কে যাত্রীবাহী বাস বন্ধ থাকলেও আগের দিনের মতোই ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। পুলিশি প্রহরায় দূরপাল্লার কিছু পণ্যবাহী ট্রাক শহরে ঢুকতে দেখা গেছে। আদালতসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে লোক সমাগম কিছুটা কম হলেও প্রায় স্বাভাবিক কাজকর্ম হয়েছে।
এদিকে বেলা ১২টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সাতমাথাস্থ দলীয় কার্যালয়ে আসতে থাকেন যুবলীগের নেতাকর্মীরা। জ্বালাও পোড়াও রাজনীতির কঠোর সমালোচনা করে হরতাল-অবরোধের প্রতিবাদে মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করে তারা।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায় বলেন-হরতাল-অবরোধের নামে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা করছে জামায়াত-শিবির। কিন্তু বাংলাদেশের ১৬ কোটি মানুষ খালেদা জিয়ার ২০ দলের এই স্বপ্ন কখনো বাস্তবায়ন হতে দিবে না। নাশকতাকারীরা ১৯৭১ এর ন্যায় সন্ত্রাসী কায়দায় আবারও মাঠে নেমেছে। এরা দেশের মানুষের শান্তি চায় না। তাই এদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
কর্মসূচি পালনকালে কৃষকলীগের কেন্দ্রিয় নেতা ইমারত আলী, যুবলীগ নেতা আলহাজ শেখ, শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, মাইসুল তোফায়েল কোয়েল, নাছিরুজ্জামান টিটো, মিথুন এমরান মিথুন, উদয় কুমার বর্মন, সংগ্রাম কুমার দাস, ইয়াছিন শেখ, সাজেদুর রহমান সিজুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে হরতালের সমর্থনে শহরের চেলাপাড়ায় জেলা বিএনপি ও ছাত্রদল এবং উপশহর ওলির বাজার এলাকায় জামায়াতের উদ্দ্যোগে পৃথক মিছিল ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপি নেতা মতিউর রহমান, পরিমল চন্দ্র, জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি হারুন অর রশিদ সুজন, ফেরদৌস আজম সুমনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর) গাজিউর রহমান বাংলানিউজকে জানান, সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত জেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫