নারায়ণগঞ্জ: ফতুল্লায় গাড়ি পোড়ানোর মামলায় গ্রেফতারকৃত নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রুপমের আদালতে এটিএম কামালের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ফতুল্লা মডেল থানা পুলিশ।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান এ তথ্য জানান।
এর আগে নারায়ণগঞ্জ সদর থানার দ্রুত বিচার আইনের একটি মামলায় পুলিশ ৫ দিনের রিমান্ড চাইলে আদালত এটিএম কামালের ২ দিনের রিমান্ড মঞ্জুর করে।
গত ২১ জানুয়ারি সকালে শহরের হাজীগঞ্জ এম সার্কাস এলাকায় অবরোধ ও হরতালের সমর্থনে বের করা মিছিল থেকে এটিএম কামালকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে সম্প্রতি দেওয়া দ্রুত বিচার আইনে মামলাসহ মোট ৪০টির বেশি মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫