নাটোর: নাটোর-বাগাতিপাড়া মহাসড়কের কালারা ব্রিজ এলাকায় রাজশাহীগামী একটি বাসে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। এতে বাসের চালক ও হেলপার আহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী রাজকীয় পরিবহনের বাসে এ হামলা হয়।
ককটেলের আঘাতে বাসের সামনের কাঁচ ভেঙে গিয়ে চালক এনামুল ইসলাম বাবু ও হেলপার দ্বীন ইসলাম আহত হয়। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
চালক বাবু নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়ার উসমান গনির ছেলে ও দ্বীন ইসলাম সিংড়ার বামিহাল এলাকার সিরাজের ছেলে।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫