খুলনা: মঙ্গলবার রাতে খুলনা মহানগরীর দৌলতপুর হর্টিকালচার মেইন রোডের সামনে ঢাকাগামী সোহাগ পরিবহনে ককটেল হামলার ঘটনায় খুলনা মহানগর বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম ও থানা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম নান্নুকে হুকুমের আসামি করে মামলা হয়েছে।
মামলায় মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মুর্শিদ কামাল, থানা সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন তোতন, যুবদল নেতা হাফিজুর রহমান পিন্টু, সোহেল মোল্যাসহ ৩০ জনের নাম উল্লেখ ও ২০/২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) কাজী বাবুল হোসেন বাদী হয়ে বুধবার (৪ ফেব্রুয়ারি) থানায় এ মামলা করেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে ত্রাস সৃষ্টি, হত্যা চেষ্টা এবং রক্তাক্ত জখম করার অভিযোগ আনা হয়েছে।
এদিকে, মঙ্গলবার রাতে খুলনা সদর থানার পিকচার প্যালেস মোড়ের আকতার চেম্বারের দ্বিতীয় তলায় ককটেল হামলা চালিয়ে প্রাইড নামে এক ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতিসাধনের অভিযোগে খুলনা থানার এসআই মো. সোহেল রানা বাদী হয়ে বুধবার আরো একটি মামলা দায়ের করেন।
এ মামলায় স্বেচ্ছাসেবক দলের জেলা আহ্বায়ক মো. নাসিম, ছাত্রদল জেলা সভাপতি কামরান, মহানগর সভাপতি মো. আরিফ, মহানগর সাধারণ সম্পাদক মো. কামাল, ছাত্রদলের সাবেক মহানগর সভাপতি মাসুদ পারভেজ বাবুল, যুবদল সোনাডাঙ্গা থানার সভাপতি মো. পিয়ারুসহ ১৯ জনের নাম উল্লেখ ও ২০/২৫ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫