ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ঘোষিত কর্মসূচির শেষদিনের হরতাল শুরু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শেষ হবে অনির্দিষ্টকালের অবরোধের সঙ্গে ঘোষিত হরতালের এ কর্মসূচি।
এরআগে গত ১ ফেব্রুয়ারি রোববার সকাল ৬টা থেকে ৪ ফেব্রুয়ারি বুধবার সকাল ছয়টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টার হরতাল ডাকে ২০ দলীয় জোট।
এরপর মঙ্গলবার দুপুরে ৭২ ঘণ্টার হরতালের সময় বাড়িয়ে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত করা হয়।
এছাড়া গত ৫ জানুয়ারি থেকে চলছে তাদের লাগাতার অবরোধ কর্মসূচি।
বাংলাদেশ সময়: ০৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫