বগুড়া: বগুড়ায় পানবোঝাই একটি ট্রাকে হরতাল ও অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমা হামলায় চালকের সহযোগী ও এক ব্যবসায়ী নিহত হয়েছেন। দগ্ধ আরেক ব্যবসায়ীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার বন্তেঘুড়ি এলাকার পান ব্যবসায়ী শহীদুল ইসলাম (৩৫) ও ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শ্রীরামপুর এলাকার ট্রাক চালকের সহযোগী ইমরান হোসেন (২২)। দগ্ধ পান ব্যবসায়ী দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার গাজীপুর এলাকার মৃত ইয়াদ আলীর ছেলে মামুন (৪০)।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোর পাঁচটায় বগুড়া জেলা সদরের বেলাইল এলাকায় এ নাশকতার ঘটনা ঘটে।
বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর) ও জেলার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গাজিউর রহমান বাংলানিউজকে বলেন, পানবোঝাই একটি ট্রাক ঝিনাইদহ থেকে দিনাজপুরে যাচ্ছিলো।
পথে ভোর পাঁচটার দিকে অবরোধ ও হরতাল সমর্থকরা ট্রাকটিতে পেট্রোল বোমা মারেন। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থামিয়ে রাখা পাশ্বর্বর্তী দুটি বাসকে (ভাইবন্ধু পরিবহনের ঢাকা মেট্রো ব ১১-৬৫৮৭ ও মানিক পরিবহনের ঢাকা ব ১৪-৬৯৮৯) ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়।
এ সময় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান শহিদুল ইসলাম। গুরুতর আহত ট্রাকের চালকের সহযোগী ইমরান চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টায় মারা যান।
বাংলাদেশ সময়: ০৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫, আপডেটেড : ১৩২৯ ঘণ্টা