গাজীপুর: গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে ট্রেনের বগিতে ককটেল হামলা হয়েছে। এতে ট্রেনের দুইটি বগির কিছু সিট পুড়ে গেছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিটে ঢাকাগামী ট্রেনে এ ঘটনা ঘটে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিত জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে জংশনের প্রধান মাস্টার শহীদুল ইসলাম।
তিনি জানান, ট্রেনটি ঢাকার কমলপুর স্টেশনে যাচ্ছে। সেখানে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে।
এদিকে, ট্রেনের ভেতরে মমিন মিয়া (২৫) নামে এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করেছে ট্রেনের যাত্রীরা।
বাংলাদেশ সময়: ০৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫/আপেডট: ০৮০৫ ঘণ্টা