ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

জয়দেবপুরে ট্রেনে ককটেল, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
জয়দেবপুরে ট্রেনে ককটেল, আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে ঢাকাগামী তুরাগ এক্সপ্রেস ট্রেনের দুটি বগিতে পর পর দুটি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এতে আগুন ধরে ট্রেনের কিছু সিট পুড়ে গেছে।

এ ঘটনায় মমিন মিয়া (২৫) নামে যুবককে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

তার বাবার নাম নুরুন্নবী। গাজীপুর শহরের জোরপুকুর পাড় এলাকায় বসবাস করেন মমিন। পেশায় তিনি টাইলস মিস্ত্রী। গ্রামের বাড়ি শেরপুর।  

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

জয়দেবপুর রেলওয়ে জংশনের প্রধান মাস্টার শহীদুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, ট্রেনটি ঢাকার কমলপুর স্টেশনে যাচ্ছে। সেখানে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে।

রেলওয়ে নিরাপত্ত পুলিশের (জিআরপি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দাদন মিয়া জানান, আটক মমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫/আপেডট: ০৮০৫,১১৩২ ঘণ্টা

** ‘ওস্তাদ ধরা পইড়া গেছি’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।