মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উওর ইউনিয়নের জামায়াতের সভাপতি ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার মো. আলীম উদ্দিনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ার) ভোরে কেরামত নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আলীম উদ্দিন উওর ভাগ ইউনিয়নের কেরাম নগর গ্রামের মৃত হাজী রশিদ আলীর ছেলে।
বড়লেখা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মেহদী হাসান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আলীম উদ্দিনের বিরুদ্ধে বড়লেখা থানায় গাড়ি ভাঙচুর ও নাশকতার মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫