ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

দিনাজপুরে বিএনপি-জামায়াতের ১৯ কর্মীসহ আটক ২৪

দিনাজপুর সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
দিনাজপুরে বিএনপি-জামায়াতের ১৯ কর্মীসহ আটক ২৪

দিনাজপুর: নাশকতা এড়াতে দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৯ কর্মীসহ ২৪ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) গভীররাত থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত  এ অভিযান চালানো হয়।



দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে বিএনপির ১২ জন ও জামায়াত-শিবিরের সতজন কর্মী রয়েছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।