নোয়াখালী: ২০ দলীয় জোটোর ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও হরতালে সহিংসতা এড়াতে নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-শিবিরের ১২ কর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
আটক ১২ জনের মধ্যে একজন শিবির নেতাকর্মী। বাকিরা বিএনপি কর্মী বলে জানা গেছে।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটক সবাইকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫