রাজশাহী: রাজশাহী জেলার পুঠিয়া, চারঘাট ও বাগমারা উপজেলায় নাশকতা সৃষ্টির অভিযোগে পৃথক অভিযানে বিএনপি নেতাসহ ছয়জনকে আটক করেছে ৠাপিড অ্যাকশন ব্যটেলিয়ানের (র্যাব-৫) সদস্যরা।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব মিডিয়া সেলের সিনিয়র এএসপি ও রেলওয়ে কলোনি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর্জা গোলাম সারোয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার ভোরে চারঘাট উপজেলার নন্দনগাছি এলাকায় অভিযান চালায় র্যাব। সেখান থেকে পুঠিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আল মামুনকে (৩৮) আটক করা হয়। এছাড়া তিন উপজেলায় আলাদা অভিযানে পুঠিয়ার তেলিপাড়া গ্রামের জুলফিকার মতিন (৩৮), কাঁঠাল বাড়িয়া শেরপাড়া গ্রামের আসিফ হাসনাত জনি (১৯), নেফাউর রহমান সুমন (২৫) ও চারঘাটের কালাবী পাড়া গ্রামের সাদ্দাম হোসেন (২১) নামে আরো পাঁচজন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এরা সবাই ছাত্রদল ও যুবদল রাজনীতির সঙ্গে জড়িত বলে তথ্য রয়েছে।
সারোয়ার বলেন, সম্প্রতি পুঠিয়ায় রাজশাহী-ঢাকা মহাসড়কে বাস-ট্রাকে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ নাশকতার সঙ্গে এরা জড়িত বলে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে।
এদিকে, র্যাব-৫ এর বাগমারা ক্যাম্পের এসএসপি জামাল আল-নাসের জানান, বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে খোরশেদ আলম (৪২) নামের এক বিএনপি নেতাকে আটক করা হয়েছে। তিনি উপজেলার লক্ষীপুর খোলাবাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। বর্তমানে তাকে ক্যাম্পে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫