ঢাকা: পুলিশের সঙ্গে সংঘর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মাদ শাহাবুদ্দীন ও চৌদ্দগ্রাম শিবির নেতা শাহাব উদ্দিন পাটোয়ারী নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর ছাত্রশিবির।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় দলের কেন্দ্রীয় পরিকল্পনা বিষয়ক সম্পাদক শাহীন আহমদ খান, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও গাজীপুর মহানগর শাখার সভাপতি ফুয়াদ হাসান পল্লব, মহানগর সেক্রেটারি আহমেদ ইমতিয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫