ঢাকা: বিচারিক আদালত যখন বলবে তখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি।
রোববার (০৮ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গ্রেফতার তো বিচারিক আদালত যখন বলবে তখন করবো। এখন এ প্রশ্ন আসছে না।
তিনি বলেন, এটা সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ। প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের নিরাপত্তা উন্নয়ন করতে বলেছেন। সেটা আমরা দেখবো।
চলামান সহিংসতার বিচারের বিষয়ে তিনি বলেন, আমরা যে কোনো মূল্যে সন্ত্রাস দমন করবো। সেখানে যে আইন রয়েছে, সেই আইন (সন্ত্রাস বিরোধী আইন-২০০৯) দিয়ে বিচার হবে।
বন্দুকযুদ্ধ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বন্দুকযুদ্ধ শুধু আমাদের বাংলাদেশে নয় সারা পৃথিবীতে হচ্ছে। ফ্রান্সে চারজন মেরে ফেলেছে। আমেরিকায় হাত না তুললেই গুলি করে মেরে ফেলে। কাজেই যেখানে সন্ত্রাস দমনের প্রয়োজনীয়তা দেখা দেয়, পুলিশ যেখানে অ্যাকশনে যায়, সন্ত্রাসীকে ধরতে যায়, সেখানেই বন্দুকযুদ্ধ হয়।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫