ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

শহীদ মিনারে ককটেল বিস্ফোরণ, ৪ ছাত্র আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
শহীদ মিনারে ককটেল বিস্ফোরণ, ৪ ছাত্র আহত ছবি: প্রতীকী

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ফুটপাতে ককটেল বিস্ফোরণে আহত হয়েছে চার শিক্ষার্থী। ককটেল বিস্ফোরণের সময় তারা ফুটপাতের একটি চায়ের দোকানে চা পান করছিলেন।



রোববার সন্ধ্যায় পৌনে সাতটার দিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র ইমদাদুল হক ইমন (২২), গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের সাবজিয়া শম্পা (২০), ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র মো. সবুজ (২৫) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরে ভূগোল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আলফা রাবি (২৪)।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসেন তাদের বন্ধুরা।

ঢামেক ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

** শিশুপার্কের সামনে চলন্ত বাস লক্ষ্য করে ককটেল,এক যাত্রী আহত
** টিএসিসিতে তিনটি ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থী আহত

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।