ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

টিএসিসিতে তিনটি ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থী আহত

স্টাফ করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
টিএসিসিতে তিনটি ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থী আহত ফাইল ফটো

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাবির একজন শিক্ষার্থী আহত হয়েছেন।

 

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই যুবক একটি পালসার মোটরসাইকেলে করে এসে তিনটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়।

পরে সেখান থেকে ককটেলে আহত একজন শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এখনও আহত ছাত্রের নাম জানা যায়নি।

তবে এ সময় আশেপাশে কোনো পুলিশ সদস্য বা নিরাপত্তা কর্মীকে দেখা যায়নি।

ককটেল বিস্ফোরণের পর সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 
টিএসসির ‍কিছুটা সামনেই বাংলা একাডেমিতে চলছে বইমেলা।  

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেছেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।