ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে ককটেল বিস্ফোরণ, আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
সিরাজগঞ্জে ককটেল বিস্ফোরণ, আটক ৬

সিরাজগঞ্জ: ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে সিরাজগঞ্জে ২০ দলীয় জোটের হরতাল ও অবরোধ চলছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ সদর হাসপাতাল রোড ও জেলা বিএনপি কার্যালয়ের সামনের সড়কে দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটায় অবরোধকারীরা।



সকাল ১০টার দিকে হরতাল ও অবরোধের সমর্থনে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী এলাকায় ২০ দলের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করে। তবে এসময় সেখানে পুলিশ আসায় তা সম্ভব হয়নি।

এদিকে, নাশকতার অভিযোগে বেলকুচি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল মান্নানের ছেলে ওমর ফারুক, উপজেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রেজাউল করীম রেজা, যুবদল নেতা সেলিম হোসেন ও ফজল শেখকে আটক করেছে পুলিশ। এছাড়া সিরাজগঞ্জ সদর উপজেলা থেকে বিএনপি দুই কর্মীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।