ঢাকা: নির্বাচন কমিশন সচিবালয়ের গেটে বোমা বিস্ফোরণ মামলায় পলাতক থাকায় বিচারের মুখোমুখি হতে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ ৩ জনের বিরুদ্ধে পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। অপর দুই আসামি হলেন তরিকুল ইসলাম ঝন্টু ও শাহজালাল।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকার ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ইমরুল কায়েস এ নির্দেশ দেন। আগামী ২৯ মার্চের মধ্যে খোকাকে আদালতে হাজির হতে এবং তিনি হাজির না হলে তার অনুপস্থিতিতেই মামলার বিচারকাজ শুরু হবে বলে জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত।
পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি ২৯ মার্চ আদালতে দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।
এ মামলায় খোকা শুরু থেকেই পলাতক।
গত বছরের ২১ অক্টোবর মামলার ২৩ আসামির মধ্যে খোকাসহ ৯ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন একই আদালত।
পলাতক ৯ আসামি হলেন, সাদেক হোসেন খোকা, তরিকুল ইসলাম ঝন্টু, শাহজালাল, হযরত আলী, মামুনুর রশীদ, রাকিব হাওলাদার, আফতাব হোসেন, আব্দুল কাইয়ুম ও আব্দুল আলীম।
বুধবার মোয়াজ্জেম হোসেন আলাল ও সাইফুল ইসলাম নীরবসহ মামলার ৪ আসামির পক্ষে সময়ের আবেদন জানানো হয়। ১০ জন আসামি আদালতে হাজির ছিলেন।
মামলায় অভিযোগ করা হয়, ২০১৩ সালের ২৭ অক্টোবর নির্বাচন কমিশন সচিবালয়ের গেটে নির্বাচন বানচালের লক্ষ্যে আসামিরা পরস্পরের যোগসাজশে বোমা হামলা ঘটান।
এ ঘটনায় শেরে বাংলানগর থানার এসআই রাজু আহমেদ সাদেক হোসেন খোকাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করেন।
গত বছরের ৭ এপ্রিল এসআই মশিউর রহমান সাদেক হোসেন খোকা, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নীরবসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দেন।
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫