ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

হরতাল-অবরোধের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
হরতাল-অবরোধের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

রাজশাহী: ‘খুনি খালেদার একি বেশ, মা কাঁদছে, পুড়ছে দেশ’ স্লোগানে বিএনপি-জামায়াতের নৈরাজ্য সৃষ্টি, অগ্নিসংযোগ, মানুষ পুড়িয়ে হত্যা ও হরতাল-অবরোধের প্রতিবাদে রাজশাহীতে জেলা মহিলালীগ এবং রেলওয়ে শ্রমিক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরীর লক্ষ্মীপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সভার আয়োজন করে মহিলালীগ।



প্রতিবাদ সভায় বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও জেলা মহিলালীগ সভাপতি মর্জিনা পারভিনসহ স্থানীয় নেতারা।

বক্তারা হরতাল-অবরোধে মানুষ পুড়িয়ে হত্যা বন্ধ করে দেশের সার্বিক পরিস্থিতি ফিরিয়ে আনতে ২০ দলীয় জোট নেতাদের প্রতি আহ্বান জানান।

এদিকে, রাজশাহী রেলওয়ে সদর দপ্তর শাখা শ্রমিক লীগের উদ্যোগে রেলভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগর ভবন, মহিলা কলেজ সড়ক হয়ে সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন রেলওয়ে শ্রমিক লীগ নেতা খন্দকার ফিরোজার রহমান ও ওয়ালি খান।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।