ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

উল্লাপাড়ায় ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
উল্লাপাড়ায় ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২ ছবি: প্রতীকী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা থেকে ছাত্রদল ও যুবদলের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত উল্লাপাড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



এরা হলো, উল্লাপাড়া উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও রামকান্তপুর গ্রামের নুরুল ইসলাম নুরুর ছেলে এরশাদ আলী এবং উল্লাপাড়া পৌর এলাকার কাওয়াক মহল্লার গোলবার হোসেনের ছেলে যুবদল নেতা আরিফ হোসেন।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা বাংলানিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতাকারীদের ধরতে অভিযান চলছে। গ্রেফতার হওয়া ওই দু’জনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।