নাটোর: পেট্রোল বোমা বানানোর সময় বিস্ফোরণে নাটোর সদর থানা যুবদলের সভাপতি মমতাজসহ চারজন আহত হয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হালশা ইউনিয়নের অর্জুনপুর নিশ্চিতন্তপুর এলাকায় কালাম নামে এক রিকশাচালকের বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার পর কালাম ও তার পরিবারের অন্য সদস্যরাসহ আহতরা বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেছে বলে জানা গেছে।
বাকি আহতরা হলেন- মমতাজের সহযোগী আমজাদ হোসেনের ছেলে জুয়েল, ফজলুল হকের ছেলে সুজন এবং রবিউল ইসলাম ববির ছেলে মাহফুজ। এরা সবাই নাটোর সদরের বড়হরিশপুর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের বাসিন্দা।
নাটোরের পুলিশ সুপার বাসুদেব বণিক জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে আহত চারজনসহ ওই বাড়ির লোকজন পালিয়ে যান। পরে ওই বাড়ি থেকে একটি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও চারটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫/আপডেটেড: ১৭১৫