ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

মসনদ প্রশ্নে সংলাপ নয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
মসনদ প্রশ্নে সংলাপ নয় পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ

ঢাকা: কে মসনদে বসবে সেই বিষয়ে সংলাপের প্রয়োজন নেই। সংলাপ হতে পারে রাজনৈতিক সংস্কৃতি, জনগণের ভাগ্য পরিবর্তনের বিষয়ে।



বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে ঢাকা মহানগর (দক্ষিণ) জাতীয় যুব সংহতির সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি এ মন্তব্য করেন।

তিনি বলেন, যারা বোমা মেরে সংবিধান পরিবর্তন করতে চান। তাদের দেশের মানুষ ক্ষমা করবে না। একদিন বাংলার মাটিতেই তাদের বিচার হবে।

আনিসুল ইসলাম মাহমুদ প্রশ্ন রাখেন কিসের সংলাপ? বলেন, আমরা সংলাপের পরিণাম দেখেছি। সংলাপের মাধ্যমে কেয়ারটেকার এসেছিল। সেইবার দেশে কী প্রকৃত অর্থে গণতন্ত্র এসেছিল। সংলাপ হতে হবে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য, কিভাবে রাজনীতি করবো এ নিয়ে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

জাতীয় যুব সংহতি মহানগর (দক্ষিণ) সভাপতি হারিছ মো আবুল বাসার’র সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সুনীল শুভরায় প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত আছেন- জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব ও জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।