ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে তিনি সেখানে পৌঁছান।
তার সঙ্গে প্রবেশ করেন ব্রিটিশ হাইকমিশনের হেড অব প্রেস অ্যান্ড কমিউনিকেশন ফৌজিয়া ইউনেস সোলেমান। অবশ্য খানিক পরেই খালেদার কার্যালয় থেকে বের হয়ে যান ফৌজিয়া।
গিবসন প্রবেশের আগেই খালেদার কার্যালয়ে পৌঁছান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫