ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

‘পেট্রোল বোমা নিক্ষেপকারীদের ধরে পুলিশে দিন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
‘পেট্রোল বোমা নিক্ষেপকারীদের ধরে পুলিশে দিন’ এইচ এম বদিউজ্জামান সোহাগ

নারায়ণগঞ্জ: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, সারা দেশকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। একের পর এক পেট্রোল বোমায় সহিংসতায় জনগণের নাভিশ্বাস উঠে গেছে।

সাধারণ মানুষ আজ ভালোভাবে চলাফেরা করতে পারছে না। ২০০১ সালের ১৬ জুন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বোমা হামলা করেছিল। এখনকার পরিস্থিত তার চেয়েও নির্মম।

তিনি বলেন, খালেদা জিয়া, আমাদের হত্যা করুন। আমরা রাজনীতি করি। আমরা মৃত্যুকে ভয় পাই না। তারপরও এ সাধারণ মানুষকে হত্যা করবেন না। তাদের পেট্রোল বোমা দিয়ে ঝলসে দেবেন না।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া গোল চত্ত্বরে বিজয় স্তম্ভের সামনে দেশের চলমান অবরোধ ও হরতালে পেট্রোল বোমা এবং সহিংসতা-নাশকতার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের আয়োজনে মানববন্ধন শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি ছাত্রলীগের কর্মী ও সাধারণ জনগণকে উদ্দেশ্য করে বলেন, সাধারণ জনগণ আমাদের চেয়ে বেশি শক্তিশালী। ইতোমধ্যে বিভিন্ন জায়গায় পেট্রোল বোমা নিক্ষেপ করার সময় ছাত্রদলের অনেক নেতাকর্মীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। তাই আপনারা যেখানে পেট্রোল বোমা নিক্ষেপকারীদের দেখবেন সেখানে তাদের গণপিটুনি দিয়ে পুলিশে দেবেন।

ছাত্রলীগের নেতাকর্মীদের আহবান জানিয়ে কেন্দ্রীয় সভাপতি বলেন, এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব সময় রাজপথে থাকবেন। বাসা থেকে আসার সময় এবং পরীক্ষা দিয়ে যাওয়ার সময় তারা যেন ভালোভাবে বাসায় ফিরে যেতে পারে। আমরা বাংলাদেশকে পাকিস্তান হতে দিতে পারি না।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজনের সঞ্চালনায় ও সভাপতি সাফায়েত আলম সানির সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান জীবন, সমাজকল্যাণ সম্পাদক কাজী এনায়ত সিদ্দিক, কেন্দ্রীয় নেতা জয়দ্বীপ নন্দী। এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দন শীল, হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য পরিষদের জেলা সভাপতি গোপীনাথ দাস, নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী প্রফেসর শিরিন বেগম, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, শহর সেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল আলম সজল, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মিনহাজুল ইসলাম রিয়াদ, আজিজুর রহমান আজিজ, বাবু, আওলাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক  আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, ক্রীড়া সম্পাদক হিমেল, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মামুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।