ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

পার্বতীপুরে জামায়াত-শিবিরকর্মীসহ আটক ৬

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
পার্বতীপুরে জামায়াত-শিবিরকর্মীসহ আটক ৬

পার্বতীপুর (দিনাজপুর): নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে জামায়াত-শিবিরের চার কর্মীসহ ছয় জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত থেকে বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।



আটক জামায়াত-শিবির কর্মীরা হলেন- উপজেলার মোমিনপুর ইউনিয়নের সৈয়দপুর উত্তরপাড়ার জামায়াত কর্মী সাবেদ আলী (৩০), শিবির কর্মী মোরশেদুল হক (১৯) ও মোজাহারুল শাহ (২৫) এবং শহরের রোস্তমনগর মহল্লার জামায়াত কর্মী লোকমান আলী (২৯)।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুদুল আলম বাংলানিউজকে জানান, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে চার জামায়াত-শিবির কর্মীকে আটক করা হয়। এছাড়া, বিভিন্ন মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আটকদের দুপুরে দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।