ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

গাজীপুর সিটি মেয়র মান্নান আটক

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
গাজীপুর সিটি মেয়র মান্নান আটক আব্দুল মান্নান

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানকে আটক করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজধানীর বারিধারার বাসা থেকে তাকে আটক করে নিয়ে যায় সাদা পোশাকধারী পুলিশ।



বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

গাজীপুর জেলা পুলিশ সুপার হারুনুর রশীদও বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার একটি মামলায় মেয়র এম এ মান্নানকে আটক করা হয়েছে। সন্ধ্যায় এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫/আপডেট ১৯০০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।