ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানকে আটক করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজধানীর বারিধারার বাসা থেকে তাকে আটক করে নিয়ে যায় সাদা পোশাকধারী পুলিশ।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
গাজীপুর জেলা পুলিশ সুপার হারুনুর রশীদও বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার একটি মামলায় মেয়র এম এ মান্নানকে আটক করা হয়েছে। সন্ধ্যায় এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫/আপডেট ১৯০০ ঘণ্টা