ঢাকা: রাজধানীতে পল্টন থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্ত। বুধবার সন্ধ্যায় অকস্মাৎ থানার গেটের সামনে এ বিস্ফোরণ ঘটানো হয়।
বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে পুলিশ অবস্থান নেয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আততায়ীদের ধরতে আশপাশের অলিগলিতে অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫