পঞ্চগড়: চলমান হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কা থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা জামায়াত আমির মাওলানা আব্দুল হাকিমসহ ৩ জামায়াতকর্মীকে আটক করেছে পুলিশ। মাওলানা আব্দুল হাকিম স্থানীয় কালান্দিগঞ্জ ফাজিল মাদ্রাসার একজন সহকারী শিক্ষক।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক অন্য ২জন হলেন- কালান্দিগঞ্জ ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. এমদাদুল্লাহ হক ও বোদা উপজেলার বেংহাড়ি বনগ্রাম ইউনিয়নের ফুলতলা এলাকার আজাহারুল হকের ছেলে শহিদুল ইসলাম।
পুলিশ জানায়, বিএনপির ডাকা টানা অবরোধ আর দফায় দফায় হরতালে আটক নেতাকর্মীরা নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) জুলফিকার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, উপজেলা জামায়াতের আমির আব্দুল হাকিম ও তার সহকর্মী এমদাদুল্লাহকে কালান্দিগঞ্জ বাজার এলাকা থেকে আটক করা হয়েছে।
অন্যদিকে, জামায়াতকর্মী শহিদুল ইসলামকে জেলা শহর থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পঞ্চগড় সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫