ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার ডাকে সাড়া দেয় না জনগণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
খালেদার ডাকে সাড়া দেয় না জনগণ নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান

ঢাকা: বিএনপিসহ ২০ দলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে ১৬ ফেব্রুয়ারি সাক্ষাত করতে যাবে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর শাহবাগ চত্ত্বরে হরতাল-অবরোধের বিরুদ্ধে সমন্বয় পরিষদ আয়োজিত সমাবেশে এ কর্মসূচি ঘোষণা দেন পরিষদের আহবায়ক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি।



খালেদা জিয়ার উদ্দেশে মন্ত্রী বলেন, বাংলার জনগনের বিরুদ্ধে হরতাল-অবরোধ শুরু করে গুলশানে থাকছেন। জনগণ আপনার ডাকে সাড়া দেয় না।
তিনি বলেন, খালেদা জিয়া এখন নিজেই ‘অবরুদ্ধ’ হয়ে আছেন। নিজেকে ‘অবরুদ্ধ’ করার জন্য গুলশান কার্যালয়ে কাঁটাতারের বেড়া দিয়েছেন। কারণ, বাংলার জনগণ তার জ্বালিয়ে-পুড়িয়ে মানুষ মারার আন্দোলনে সাড়া দেয় নাই।

শাজাহান খান বলেন, খুনি ও জামায়াতের সঙ্গে জোট করে খালেদা জিয়া দেশের পরিবহন শ্রমিকদের জ্বালিয়ে মারার আন্দোলন করছেন। হীনস্বার্থ চরিতার্থ করার জন্য তিনি পাকিস্তানি কায়দায় নিরীহ মানুষকে হত্যা করছেন। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় খালেদা জিয়ার  সন্ত্রাসী আন্দোলন ব্যর্থ হবে।

সমাবেশ শেষে শাহবাগ থেকে বাংলামোটর পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়।

সমাবেশে শাজাহান খান হরতাল-অবরোধের বিরুদ্ধে পরিষদের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টায় দেশব্যাপী সকল বাস, ট্রাক, ট্যাংকলরি, টার্মিনালে বিক্ষোভ সমাবেশ এবং সমাবেশ শেষে মিছিল সহকারে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে নাশকতাকরীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য স্মারকলিপি পেশ করা হবে।

১৫ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে মোমবাতি প্রজ্জ্বলন করে ২০ দলীয় জোটের মানুষ হত্যার প্রতিবাদ জানানো হবে।

১৬ ফেব্রুয়ারি সোমবার বেলা ১১টায় গুলশান ওয়ান্ডার ল্যান্ড পার্ক সংলগ্ন মাঠে সমাবেশ এবং সমাবেশ শেষে খালেদা জিয়ার কার্যালয় অভিমুখে যাত্রা। সেদিন সকল জেলায় সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১১টায় শাপলা চত্ত্বরে জমায়েত এবং জমায়েত শেষে শহীদ মিনার পর্যন্ত জাতীয় পতাকা মিছিল।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের যুগ্ন আহবায়ক শিরিন আক্তার এমপি, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোরশেদ খান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক উসমান আলী, মুক্তিযোদ্ধা ইসমত গাজী গামা, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।