ঢাকা: চলমান রাজনৈতিক সহিংসতা এবং এর কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার ঘটনা দুঃখজনক ও নিন্দনীয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাতে এ মন্তব্য করেন তিনি।
বিকেল ৫টার দিকে খালেদার কার্যালয়ে প্রবেশ করেন গিবসন। এক ঘণ্টারও বেশি সময় সেখানে অবস্থান শেষে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বের হন তিনি।
এসময় কার্যালয়ের সামনে অপেক্ষমান সাংবাদিকদের ব্রিফিংকালে গিবসন জানান, তিনি খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুতে তাকে সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির ব্যাপারে যুক্তরাজ্যের সংকল্পবদ্ধ থাকার কথা জানিয়েছেন।
তিনি বলেন, আমি আগেও যেমন বলেছি, এখনও বলছি, চলমান এই সহিংসতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার ঘটনা দুঃখজনক ও নিন্দনীয়। আমি বরাবরই সকলপক্ষকে আহ্বান জানিয়ে আসছি, যেন তারা তাদের কর্মপরিণতি সম্পর্কে পুরোপুরিভাবে ভাবেন এবং দেশের জাতীয় স্বার্থহানিকর কাজ থেকে বিরত থাকেন।
আমি সকলপক্ষকে আরও আহ্বান জানাই, চলমান রাজনৈতিক সংকট নিরসন করে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে সকলপক্ষ যেন আস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। আমার প্রত্যাশা, এই আস্থা গড়ে তোলার প্রক্রিয়া জোরদার হলে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় সহিংসতা ও বিঘ্ন সৃষ্টির যে অভ্যাসগত রূপ রয়েছে তার বিলুপ্তি ঘটবে। একইসঙ্গে সকল বৈধ রাজনৈতিক কর্মকাণ্ড শান্তিপূর্ণভাবে পালনকে অনুমোদন করবে।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫/আপডেট ১৮৫৭ ঘণ্টা
** খালেদার কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার