ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

চাটখিলে যুবদল নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
চাটখিলে যুবদল নেতা আটক

নোয়াখালী: নোয়াখালীর চাটখিলে অভিযান চালিয়ে শাহাদাত হোসেন বাবু (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

তবে দলের পক্ষ থেকে আটক বাবুকে ইউনিয়ন যুবদলের নেতা বলে দাবি করেছে।

অন্যদিকে পুলিশ বলছে আটক হওয়া বাবু সন্ত্রাসী জিসান বাহিনীর সদস্য।

বুধবার (১১ ফেব্রয়ারি) দুপুরে তাকে আটক করা হয়।

আটক বাবু উপজেলার খিলপাড়া ইউনিয়নের দক্ষিণ দেলিয়াই গ্রামের নূরুল ইসলামের ছেলে। তিনি খিলপাড়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।

বাবুর পরিবার ও স্থানীয়রা বাংলানিউজকে জানায়, বাবু চট্টগ্রামে থেকে ৭-৮দিন আগে বাড়িতে আসে। দুপুরে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন লোক এসে দক্ষিণ দেলিয়াই মাদ্রাসা মার্কেটের সামনে থেকে বাবুকে তুলে নিয়ে যায়।

পরে তারা বাবুকে তার বাড়ির দরজায় নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে পুনরায় মোটরসাইকেলে করে নিয়ে যায়।

বাবুর পরিবারের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বাজার থেকে তুলে নিয়ে বেধম পিটিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাংলানিউজকে জানান, শাহাদাত হোসেন বাবু খিলপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য ও দক্ষিণ দেলিয়াই ৫নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ দেলিয়াই এলাকায় অভিযান চালিয়ে শাহাদাত হোসেন বাবুকে আটক করা হয়েছে। তিনি সন্ত্রাসী জিসান বাহিনীর একজন সদস্য। থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে একাধিক অভিযোগ রয়েছে।

তবে আটক বাবু কোনো দলের কিনা সে বিষয়টি তারা খতিয়ে দেখছেন বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।