ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

কুলাউড়ায় শিবির নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
কুলাউড়ায় শিবির নেতা আটক ছবি: প্রতীকী

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়ায় সাইদুর খান টিপু (২৮) নামে এক শিবির নেতাকে আটক করেছে পুলিশ।  
 
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার উওরবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

 
 
সাইদুর জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়ন শিবিরের সভাপতি। তিনি ওই ইউনিয়নের বাহদুরপুর গ্রামের আলিউর রহমানের ছেলে।  
 
কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আকলিমা আক্তার বাংলানিউজকে জানান, জুড়ী উপজেলা থেকে সাইদুরের নেতৃত্বে কয়েকজন দু’টি মোটরসাইকেলে করে কুলাউড়ার দিকে আসছেন -এমন  সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানা পুলিশ ও জুড়ী পুলিশ যৌথ অভিযান চালায়।  
 
তাদের ধাওয়া করলে কুলাউড়া উপজেলার উওরবাজার এলাকায় নিয়ে এলে স্থানীয়দের সহযোগিতায় সাইদুরকে আটক করে পুলিশ। এ সময় উত্তেজিত জনতা সাইদুরের মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়।    
 
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।