ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

তালায় বিএনপি-জামায়াতের ২২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
তালায় বিএনপি-জামায়াতের ২২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ছবি: প্রতীকী

তালা (সাতক্ষীরা): নাশকতার অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলার বিএনপি-জামায়াতের ২২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় আরও অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।



বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে তালা থানার উপ পরিদর্শক (এসআই) পিন্টু লাল দাশ বাদী হয়ে মামলাটি করেন।

এসআই পিন্টু লাল দাশ বাংলানিউজকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় জামায়াত-বিএনপির কর্মীরা শিরাশুনি এলাকায় নাশকতার পরিকল্পনা করছিল। এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে হাসেম আলী শেখ (৬০) ও কেসমত সরদার (৫৮) নামে দুই জামায়াত কর্মীকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়। পরে গ্রেফতারদের দু’জনের স্বীকারোক্তিতে অন্যদের নামে মামলা করা হয়।

গ্রেফতার হওয়া হাসেম শিরাশুনি গ্রামের মৃত ইনসার আলী শেখের ছেলে ও কেসমত মাগুরা গ্রামের মৃত মাহতাপ সরদারের ছেলে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।