ঢাকা: রাজধানীর শাহবাগের ছবির হাটে ককটেল বিস্ফোরণে এক ছাত্র ও এক ছাত্রী আহত হয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার সময় এ ঘটনা ঘটে।
ককটেলটি বিস্ফোরিত হওয়ার সময় তারা ফুটপাত দিয়ে হাঁটছিলেন বলে জানা যায়।
আহতরা হলেন ওয়েস্টার্ন কলেজের ছাত্র তৌফিকুর রহমান তোহান(২০) এবং ইস্টার্ন ইউনিভার্সিটির এলএলবি ১ম বর্ষের ছাত্রী তৃষা রায়(২০)।
আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক সেন্টু চন্দ্র দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫