ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

মৌলভীবাজারে ছাত্রদল নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
মৌলভীবাজারে ছাত্রদল নেতা গ্রেফতার ছবি: প্রতীকী

মৌলভীবাজার: হরতালে গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলায় মৌলভীবাজার সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শুয়েব আহমদকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শহরের লেইকভিউ হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।



ছাত্রদল নেতা শুয়েব আহমদ সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।

মৌলভীবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) মো.  সাব্বির আহসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, গত সোমবার দুপুরে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা ‍একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত দু’টি অটোরিকশা ভাঙচুর করে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।