ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার কার্যালয়ের খাবার ফেরত গেলো!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
খালেদার কার্যালয়ের খাবার ফেরত গেলো! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

গুলশান থেকে: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রাতের খাবার দিতে আসা ভ্যান ফেরত পাঠ‍ানো হয়েছে।

প্রতিরাতের মতোই বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে প্রায় ১২০ প্যাকেট খাবার ও কিছু পানির বোতল নিয়ে একটি ভ্যান আসে।

কিন্তু ভ্যানটি কার্যালয়ে প্রবেশে ব্যর্থ হয়। বিএনপির দাবি, সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা ভ্যানওয়ালাকে ফেরত পাঠান।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বাংলানিউজকে বলেন,  খাবার দিতে আসা ভ্যানকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাকে ফের আসতে দেওয়া হবে কি না আমরা নিশ্চিত নই।

তবে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের কেউ খাবারবাহী ভ্যান ফেরত পাঠানোর বিষয়ে কথা বলতে রাজি হননি।  

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।