যশোর: যশোরের ফুয়েল পাম্পগুলোতে যানবাহন সংশ্লিষ্ট ছাড়া অন্য কারো কাছে অকটেন ও পেট্রোল বিক্রি বন্ধের সিদ্ধান্ত হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় পুলিশ সুপারের কনফারেন্স কক্ষে জেলা জ্বালানি তেল পরিবেশক মালিক সমিতির সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়।
যশোরের পুলিশ সুপার আনিছুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, যশোর জেলা জ্বালানি তেল পরিবেশক মালিক সমিতির সভাপতি এস এম ওবায়দুল, সাধারণ সম্পাদক জাহিদ হাসান টোকন প্রমুখ।
এতে জেলার শতাধিক জ্বালানি তেল পরিবেশক মালিক অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভা শেষে সংগঠনের সভাপতি এস এম ওবায়দুল বাংলানিউজকে জানান, জারি, ক্যান, পট বা ড্রামে করে তেল বিক্রি করা যাবে না বলে মালিকরা একমত হয়েছেন। এটা অমান্য করা হলে আইনি ব্যবস্থা নেবে পুলিশ।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫