ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনায় হরতাল-অবরোধে স্বাভাবিক জনজীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
খুলনায় হরতাল-অবরোধে স্বাভাবিক জনজীবন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালে তেমন কোনো প্রভাব পড়েনি শিল্পনগরী খুলনায়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত নগরীর কোথাও হরতাল সমর্থকদের দেখা মেলেনি।

ফলে অনেকটাই স্বাভাবিক খুলনার জনজীবন। অনুরূপভাবে হরতালের বিপক্ষেও কোনো মিছিল সমাবেশ হয়নি।
 
বেলা বাড়ার সাথে সাথে নগরীর বিভিন্ন সড়কে দোকানপাট খুলতে শুরু করলেও বন্ধ রয়েছে বড় শপিং মল ও বিপণী বিতানগুলো।

ব্যাংক-বিমা ও সরকারি-বেসরকারি অফিসগুলোর কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আদালত পাড়ায়ও দেখা গেছে জbসাধারণের বেশ উপস্থিতি।

হরতাল-অবরোধে সকাল থেকে নগরীতে স্বাভাবিক দিনের মত রিক্সা, টেম্পু, ব্যাটারি চালিত অটোরিকসা, সিএনজি চালিত অটোরিকশাসহ হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

তবে আন্ত:জেলা ও দূরপাল্লার কোনো বাস কিংবা পরিবহন খুলনার টার্মিনাল ছেড়ে যায়নি। ট্রেন ও লঞ্চ চলছে সিডিউল বিপর্যয়ের মধ্য দিয়েই।

এদিকে নগরীতে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি লক্ষ্য করা গেছে।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।