ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে প্রিজনভ্যানে ককটেল নিক্ষেপ, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
সিলেটে প্রিজনভ্যানে ককটেল নিক্ষেপ, আটক ১ ছবি: প্রতীকী

সিলেট: সিলেটে পুলিশের প্রিজনভ্যান লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে হরতাল সমর্থকরা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে নগরীর বন্দরবাজারস্থ করিম উল্যাহ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

তবে প্রিজনভ্যানের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আদালত থেকে একটি প্রিজনভ্যানে আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। নগরীর বন্দরবাজার পৌছামাত্র করিমউল্লাহ মার্কেটের ৫ম তলা থেকে একে একে ৬টি ককটেল ছুঁড়ে হরতাল সমর্থকরা। এতে আতঙ্কিত হয়ে পথচারীরা দিকবিদিক ছোটাছুটি শুরু করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ৮ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এসময় মার্কেট থেকে সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়েছে বলে জানান কোতোয়ালী মডেল থানার বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ (এসআই) নজরুল ইসলাম।

তিনি বলেন, প্রিজনভ্যানটি পুলিশি প্রহরায় সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) রহমত উল্যাহ বাংলানিউজকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, করিম উল্যাহ মার্কেটের পঞ্চম তলা থেকে ৬টি ককটেল ছোড়া হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৮ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।