ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

‌আব্দুল আউয়াল মিন্টুর গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
‌আব্দুল আউয়াল মিন্টুর গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ আব্দুল আউয়াল মিন্টু

ফেনী: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল মিন্টুর গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে আব্দুল আউয়াল মিন্টুর ফেনীর দাগনভূঞার আলইয়ারপুরের গ্রামের বাড়িটিতে একদল মুখোশধারী দুর্বৃত্ত অগ্নিসংযোগ করে।



এ সময় তারা বাড়িতে ককটেল ও কয়েক রাউন্ড গুলিও নিক্ষেপ করে বলে জানা গেছে।  

উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি নাসির উদ্দিন বাংলানিউজকে এ তথ্য জানান। তিনি জানান, একদল মুখোশধারী দুবৃত্ত ককটেল ও গুলি নিক্ষেপ করে আব্দুল আউয়াল মিন্টুর বাড়ির কাচারি ঘরে আগুন দেয়।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল বাংলানিউজকে বলেন, খবরেটি শুনেছি। যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।