সিলেট: সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের বাসা লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ককটেল ছুড়ে পালিয়ে যাওয়ার সময় তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সাবেক মেয়রের ছড়ারপাড়স্থ বাসায় হামলা চালায় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন যুবক কামরানের বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপের পর দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় চারদিক থেকে এলাকার লোকজন ধাওয়া করে হামলাকারীদের আটক করে। আটককৃতরা হলেন, মাহবুব আলম (১৯), শামীম (২০) সাগর (১৮)।
বদর উদ্দিন আহমদ কামরান বাংলানিউজকে বলেন, একের পর এক ককটেল বিস্ফোরণের আওয়াজে আমরা বাসার সকলে আতঙ্কিত হয়ে পড়ি। বিস্ফোরণের শব্দে লোকজন চারদিক থেকে ছুটে এসে তিন যুবককে ধরতে সক্ষম হয়।
খবর পেয়ে মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করা হয়েছে।
এদিকে, খবর পেয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজসহ নেতাকর্মীরা সাবেক মেয়র কামরানের বাসায় যান।
বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫