যশোর: যশোর সরকারি সিটি কলেজ গেট থেকে চারটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
যশোর সদর পুলিশ ফাঁড়ির এটিএসআই (হাবিলদার) বাবুল আক্তার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বুধবার রাত ৯টার দিকে সরকারি সিটি কলেজ গেট এলাকায় তিনটি লাল টেপ ও একটি সাদা টেপ পেঁচানো ককটেল দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
পরে ঘটনাস্থল থেকে ককটেল উদ্ধার করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বাংলাদেশ সময়: ০৩১০ ঘন্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫