ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে পৌর বিএনপি নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
সিরাজগঞ্জে পৌর বিএনপি নেতা আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর বিএনপি নেতা আল-আমিনকে আটক করেছে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টায় পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লা থেকে তাকে আটক করা হয়।



সিরাজগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান রানা বাংলানিউজকে জানান, পুলিশ নিয়মিত বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে। তবে আটক করে আন্দোলন দমন করা যাবে না।

বুধবার একই সময় সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজারে একটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটায় অবরোধকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রাতে দুর্বৃত্তরা শিয়ালকোল বাজারে পর পর দুটি ককটেল হামলা চালায়। এসময় একটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটলেও, অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।

পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে ককটেলটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ সদস্যরা।
 
সিরাজগঞ্জ সদর থানার ভাবপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বিএনপি নেতা আটক ও ককটেল বোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।