মৌলভীবাজার: নাশকতার মামলায় মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সৈয়দ ময়নুল ইসলামকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের কদুপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি ওই গ্রামের মৃত সৈয়দ আকবর হোসেনের ছেলে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ময়নুল ইসলামের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুরের মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫