ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

বড়লেখায় বাসে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
বড়লেখায় বাসে আগুন ফাইল ফটো

মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার এলাকায়  যাত্রীদের নামিয়ে দিয়ে বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। এসময় বেশ কয়েকজন যাত্রী বাস থেকে নামতে গিয়ে আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
 
আহতদের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, রূপসীবাংলা নামে একটি বাস বিয়ানীবাজার থেকে ঢাকা যাচ্ছিল। দাসেরবাজার এলাকায় পৌঁছুলে বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দেয় ১০/১৫ জনের একদল অবরোধকারী। এসময় তারা পেট্রোল ঢেলে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভায়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।