ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

বেগমগঞ্জে অবরোধের সমর্থনে যুবদলের মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
বেগমগঞ্জে অবরোধের সমর্থনে যুবদলের মিছিল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও হরতালের সমর্থনে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জেলা যুবদলের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে জেলা যুবদল নেতা আজিজুর রহমান নান্নুর নেতৃত্বে জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারের কাছারি বাড়ি জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।



এসময় মিছিলে উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন মিলন, যুবদল নেতা শাহাদাত হোসেন, মিজানুর রহমান নোমান, আবুল হোসেনসহ নেতাকর্মীরা।

৭ জানুয়ারি বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে যুবদলের দুই কর্মী নিহত হয়। এরপর থেকে চৌমুহনীতে হরতাল-অবরোধের সমর্থনে কোনো মিছিল পিকেটিং করেনি বিএনপি-জামায়াত নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।