গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আব্দুল হামিদ খান হীরু (৩৮) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের সাপমারা গ্রামের একটি সরিষা ক্ষেত থেকে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক জিএস হীরু একই ইউনিয়নের কৌচা কৃষ্ণপুর গ্রামের হাফিজার রহমানের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকালে সরিষা ক্ষেতে হীরুর মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন সাপমারা গ্রামের লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে মৃতদেহ সরিষা ক্ষেতে ফেলে রেখে গেছে। তবে কারা কেন তাকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫