মেহেরপুর: নাশকতার আশঙ্কায় মেহেরপুরের গাংনী পৌরসভার মাঠপাড়া থেকে মজনুর রহমান আদি (৪৫) নামে এক বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোরে তাকে তার বাড়ি থেকে আটক করা হয়।
গাংনী থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ২০ দলীয় জোটের চলমান হরতাল ও অবরোধের সময় নাশকতার আশঙ্কায় মজনুর রহমানকে আটক করা হয়েছে। কার্যবিধির ১৫১ ধারায় মামলা দিয়ে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫