ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

গাংনীতে বিএনপি কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
গাংনীতে বিএনপি কর্মী আটক

মেহেরপুর: নাশকতার আশঙ্কায় মেহেরপুরের গাংনী পৌরসভার মাঠপাড়া থেকে মজনুর রহমান আদি (৪৫) নামে এক বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোরে তাকে তার বাড়ি থেকে আটক করা হয়।


 
গাংনী থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ২০ দলীয় জোটের চলমান হরতাল ও অবরোধের সময় নাশকতার আশঙ্কায় মজনুর রহমানকে আটক করা হয়েছে। কার্যবিধির ১৫১ ধারায় মামলা দিয়ে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।