ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে হরতালের সমর্থনে শিবিরের মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
বরিশালে হরতালের সমর্থনে শিবিরের মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছে শিবিরের কর্মীরা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বরিশাল নগরের নবগ্রাম রোডের মহানগর কলেজের সামনে থেকে শিবির কর্মীরা মিছিল বের করে।

পরে রাস্তায় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে তারা। এসময় সেখানে পুলিশ এলে শিবির কর্মীরা পালিয়ে যায়।

এদিকে, হরতাল ও অবরোধে নাশকতা রোধে নগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের টহল অব্যাহত রয়েছে।

অন্যদিকে, অভ্যন্তরীণ রুটের লঞ্চ ও বাস চলাচল স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার বাস চললেও স্বাভাবিকের চেয়ে কিছুটা কম।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।