বরিশাল: বরিশালে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছে শিবিরের কর্মীরা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বরিশাল নগরের নবগ্রাম রোডের মহানগর কলেজের সামনে থেকে শিবির কর্মীরা মিছিল বের করে।
এদিকে, হরতাল ও অবরোধে নাশকতা রোধে নগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের টহল অব্যাহত রয়েছে।
অন্যদিকে, অভ্যন্তরীণ রুটের লঞ্চ ও বাস চলাচল স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার বাস চললেও স্বাভাবিকের চেয়ে কিছুটা কম।
বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫