ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার কার্যালয় ঘিরে আরো কাঁটাতার

উর্মি মাহবুব, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
খালেদার কার্যালয় ঘিরে আরো কাঁটাতার ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

খালেদা জিয়ার গুলশান কার্যালয় থেকে: নতুন করে কাঁটাতার দিয়ে ঘিরে দেয়া হচ্ছে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে হঠাৎই এসে থামে একটি সিএনজি।

ভেতরে কাঁটাতারের রিং। সঙ্গে তিন শ্রমিক। এদের ২জনের নাম মনির হোসেন ও আমিরুল।

পুলিশি নিরাপত্তায় আমিরুলসহ ৩জনই মূল ফটকের সামনে রাখা রেজিস্ট্রেশন খাতায় সই করে ভেতরে প্রবেশ করেন। পরে তারা কাজ শুরু করেন।

পৌনে এগারটা থেকে বেলা ১২টা পর্যন্ত মূল ফটকের সামনে ও ডান পাশের দেয়ালে কাঁটাতারের বেড়া দেয়া হয়েছে। তবে এবার আর গোল রিং করে নয়, সারি সারি করে লম্বাভাবে বেড়া হয়েছে। লক্ষ্যনীয় দিকটি হলো- নতুন বেড়ার শুরুর দিকে সিলভারের পাত দেয়া আছে যা বিদ্যুৎ পরিবাহী।

এ বিষয়ে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত খালেদা জিয়ার কার্যালয়ের কারও বক্তব্য পাওয়া যায়নি।

গুলশান কার্যালয়ের সামনে রাখা রেজিস্ট্রেশন খাতার দায়িত্বে থাকা কর্মকর্তারা বলেন, শ্রমিকরা আসছে, ভেতরে গেছে। কোথা থেকে আসছে আমরা জানিনা।
এর আগে গত রোববারও কার্যালয়টির চতুর্দিকে প্রাচীরের উপরে কাঁটাতারের বেড়া দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫/আপডেটেড- ১২৪০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।